১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ: মোয়াজ্জেম হোসেন মাসুদ

মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা’র তাড়াশ উপজেলার আওতাধীন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলের প্রাণ। বিভিন্ন সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীর ভিত্তি মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।

স্বৈরাচার আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের নিপিড়ন ও নির্যাতন করেছে। তারা চেয়েছিল বিএনপিকে ধ্বংস করতে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রগুলো প্রতিহত করেছে। কাজেই তৃণমূলের নেতাকর্মীরা হলো বিএনপির প্রাণ।

সম্প্রতি আসন্ন উপজেলা কাউন্সিলের আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

কর্মীবান্ধব নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে।আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছেন। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছেন। তরুণ প্রজন্মে জনপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশীগ্রাম ইউনিয়নে দলকে সু-সংগঠিক করতে আমি তৃণমূলের একজন কর্মী হয়ে কাজ করছি। জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা তারেক রহমান পূরণ করবেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি। এজন্য দলের ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রাখতে সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠিত করতে হবে। কারণ জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পূরণে একমাত্র বিএনপিই উপযুক্ত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top