শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর বাঁশদহা ইউনিয়ন যুব বিভাগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ই আগষ্ট)বাংলাদেশ জামায়াত ইসলামি যুব বিভাগের উদ্দ্যোগে সাতক্ষীরা সদর উপজেলা বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার জামাত অফিসে বিকাল ৫ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁশদহা ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ জাকির হোসেন মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামি উপজেলা যুব বিভাগের থানা সভাপতি রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামি যুব বিভাগে থানা সেক্রেটারি প্রোফেসর মোঃ আশরাফুল ইসলাম বুলু ।আরো উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন আমীর এটিএম নাজমুল হুদা’। এসময় বাঁশদহা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি এবং অন্যান্য টিম সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন যুবকরা আগামী দিনের ভবিষ্যত। বাংলাদেশ জামায়াত ইসলামি কুরআনের দাওয়াত দেন। বাংলাদেশ জামায়াত ইসলাম কোনো মানুষের গোলামি করেননা একমাত্র আল্লাহর গোলামি করেন। নির্বাচনে যুবকরা অর্ডে কাজ করবে।যুবক হলো আমাদের জনসক্তি তাদের কে নিয়ে আমরা ইউনিয়নে এবং আগামী নির্বাচনে কাজ করবো ইনশাআল্লাহ উক্ত অনুষ্ঠানটি দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।