১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা ফজলুর রহমানের ২৪ এর বীরদের ‘বেজন্মা’ মন্তব্যে এনসিপির ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কটূক্তি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ফজলুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কয়েকজন নেতাকে ‘বেজন্মা’ বলে গালিগালাজ করেছেন।

সোমবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস আলম এ অভিযোগ করেন। তিনি লিখেছেন, “ফজলুর রহমান গতকাল এক অনুষ্ঠানে এনসিপির নেতাদের উদ্দেশে ‘বেজন্মা’ শব্দ ব্যবহার করেছেন। তিনি ও বিএনপির কয়েকজন নেতা গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। তাদের ভাষা ও বক্তব্য পুরোপুরি আওয়ামী লীগের মিডিয়া সেলের মতো।”

সারজিস আলম আরও লিখেছেন, “আমরা সিনিয়র রাজনীতিবিদদের সম্মান করতে চাই। কিন্তু ফজলুর রহমানের মতো নেতারা রাজনীতিতে ন্যূনতম শিষ্টাচার বজায় রাখছেন না। তিনি ফ্যাসিবাদের দালালি করছেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছেন। বিএনপিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি সতর্ক করে দিয়ে লিখেছেন, “বিএনপি যদি এ ধরনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ মানুষ মনে করবে দলই তাদের দিয়ে এমন কথা বলাচ্ছে।”

এনসিপির এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top