১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটের আদিতমারী মহিষখোঁচাগামী সড়কের বেহাল দশা: দেখার কেউ নেই নীরব প্রশাসন !

রবিউল ইসলাম বাবুল, বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার গুরুত্বপূর্ণ আদিতমারী-মহিষখোঁচাগামী সড়কটির বেহাল দশা দেখার কেউ নেই নীরব প্রশাসন।

দীর্ঘ সময়ধরে রাস্তাটির এ বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা সামান্য বৃষ্টিতেই ভরে যায় পানিতে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, এবং স্থবির হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা।

সোমবার (১১ আগষ্ট) আদিতমারী মহিষখোঁচাগামী রাস্তায় একটি পণ্যবাহী ট্রাক রাস্তার খালে পরে আটকে আছে এমন দৃশ্য দেখে ভূক্তভোগী সাধারণ মানুষের কাছথেকে জানাগেলো এমন তথ্য।

উপজেলার কেন্দ্রস্থল থেকে মহিষখোঁচা হয়ে তিস্তা নদীর পার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত জরুরি। এই পথ দিয়েই উপজেলার শত শত যানবাহন, যেমন- বাস, ট্রাক,সিএনজি, অটোরিকশা, এবং ভ্যান চলাচল করে। বিশেষ করে, তিস্তা নদীর পারের বালু ও পাথর পরিবহনকারী শত শত ট্রাক প্রতিদিন এই পথ ব্যবহার করে। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে এসব যানবাহনের গতি মন্থর হয়ে গেছে।

সম্প্রতি, মহিষখোঁচা বাজারের কাছে একটি পণ্যবাহী ট্রাক সড়কের একটি বড় গর্তে আটকে গিয়েছে, ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেশ কয়েক ঘণ্টা ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার এই অংশে প্রায়ই এমন ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সড়কের কারণে রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো, এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষত, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকৌশলী এ,কে,এম ফজলুল হকের সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি বলেন,ঢাকা ও রংপুর থেকে টিম এসে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে গেছেন এবং রাস্তাটির একটি খসড়া স্টিমেট তৈরী করে পাঠানো হয়েছে।

এই রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা ও পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। তবে,এই প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা। তারা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

সৃষ্ট ঘটনায় আদিতমারী উপজেলার মহিষখোঁচাগামী এই গুরুত্বপূর্ণ সড়কটির দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল ও ব্যবসায়ী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে স্থানীয় প্রশাসন ও লালমনিরহাট এল,জি,ই,ডি,র নির্বাহী প্রকৌশলী কাওছার আলম এর জরুরী কৃপাদৃষ্টি সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন আদিতমারী ও মহিষখোঁচা এলাকার ভূক্তভোগী সাধারণ মানুষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top