১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে আওয়ামী যুবলীগ ও কৃষকলীগ নেতা রাজবাড়ীতে আওয়ামী যুবলীগ ও কৃষকলীগ নেতা গ্রপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও আওয়ামী কৃষকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে আব্দুল মাজেদ মন্ডল (৫৩) এবং ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)।

সোমবার (১১ আগষ্ট) গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে রাত পৌনে ১০টার দিকে আব্দুল মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মাজেদ মন্ডল ও মমিনুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১২ আগষ্ট) আসামিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top