১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের লুটকৃত পাথর ফেরতের নির্দেশ হাইকোর্টের, তালিকা দাখিলেরও আদেশ

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী সাত দিনের মধ্যে মূল স্থানে ফেরত দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত পাথর লুটকারীদের একটি তালিকা দাখিলেরও নির্দেশনা প্রদান করেন।

একইসাথে, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আরেকটি রিট পিটিশনের শুনানি আগামী রোববার নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এই তারিখ ঘোষণা করেন।

রিট আবেদনে বর্ণিত হয়েছে, পাথর লুটকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি মোতায়েনের দাবি জানানো হয়েছে। এছাড়া, এই ঘটনায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করে একটি রুল জারিরও অনুরোধ করা হয়েছে আবেদনে।

এই আদেশ সিলেটের ভোলাগঞ্জে চলমান পাথর লুটের ঘটনায় একটি তাৎপর্যপূর্ণ আইনি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা আদালতের এই সক্রিয় অবস্থানের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে, এই রায় অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top