১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১৩ বাংলাদেশি পুশ-ইন, বিজিবির হাতে আটক

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫ টায় ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে তাদের পুশ-ইন করা হয়।

বিজিবি জানায়, চাঁনশিকারী বিওপি’র টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করে। আটকরা দেশের যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষ হলে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top