মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ
বরিশালের উজিরপুরে পুলিশের কাছে সোপর্দ করা বিস্ফোরক মামলার আসামী আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোর রাতে মুচলেকা রেখে উজিরপুর মডেল থানা পুলিশ তাকে ছেড়ে দেয়।
ওই আসামী হলেন শহিদুল ইসলাম (৫৫)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। উজিরপুর মডেল থানায় বিএনপি নেতার করা বিস্ফোরক মামলার ৫৩ নম্বর আসামী শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পলাতক থাকা শহিদুল ইসলামকে বুধবার সন্ধ্যায় উজিরপুর মডেল থানার পাশে একটি দোকানে দেখতে পায় ছাত্র-জনতা। তখন তারা শহিদুলকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, আমি থানায় ছিলাম না। সহকারী পুলিশ কমিশনার স্যার ভালো বলতে পারবেন। সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) ইকরামুল আহাদ কল করা হলে সংযোগ কেটে দেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানির পক্ষে না। দ্রুত মামলার প্রতিবেদন দেয়া হবে।