১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

দুর্ধর্ষ ডাকাত আল-আমিন র‌্যাবের হাতে গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র

নিজস্ব প্রতিনিধি:

অস্ত্রের মুখে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিহত করে বারবার পালিয়ে যাওয়া কুখ্যাত ডাকাত আল-আমিন অবশেষে র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন মো. আল-আমিন (৩৮), রাজিব হোসেন (৩৮) ও মো. জুয়েল মিয়া (৪৫)। এদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, আল-আমিনকে আগে একাধিকবার গ্রেফতারের চেষ্টা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যেত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্র আন্তঃজেলা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তারা মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান ডাকাতি এবং মহাসড়কে বাস, ট্রাক ও গার্মেন্টসের পণ্যবাহী গাড়ি লুটের মতো অপরাধে নিয়োজিত ছিল। এছাড়া তারা বিভিন্ন এলাকার বাড়ি-ঘর লক্ষ্য করে আগে থেকে ডাকাতির পরিকল্পনা করত।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই সফল অভিযানের মাধ্যমে রাজধানী ও এর আশেপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে ব্যাপক ধস নামবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top