নিজস্ব প্রতিনিধি:
মিরপুরের শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী সিফাত আলী (৩০) সহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে শুক্রবার (১৫ আগস্ট) মিরপুর মডেল থানায় এই মামলা করেন।
মামলার বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, “নিহত নারীর মা কর্তৃক দায়েরকৃত এজাহারটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। প্রধান আসামি করা হয়েছে স্বামী সিফাত আলীকে। বর্তমানে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
নিহত নারীর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে কেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর স্বামী সিফাত কৌশলে পরিবারকে ফোন করে খবর দিয়ে পালিয়ে যান। নিহতের ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, “বুধবার রাত ২টার দিকে সিফাত ফোন করে জানান কেয়া অসুস্থ। পরে স্বীকার করেন যে কেয়া মারা গেছেন। আমরা হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, এর মধ্যেই সিফাত অদৃশ্য হয়ে যান।”
মামলায় স্বামী সিফাত আলী ছাড়াও তাদের গাড়িচালকসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।