মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন খন্দকার জালাল উদ্দিন মাহমুদ। তিনি ১২ই আগস্ট, ২০২৫ ইং তারিখে তার নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
নান্দাইল মডেল থানার নতুন ওসি হিসেবে খন্দকার জালাল উদ্দিন মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা বিধানে তার পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন। তার নেতৃত্বে নান্দাইল মডেল থানা এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
ওসি হিসাবে যোগদানের পর থেকেই তিনি থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন। যা তার দায়িত্বের প্রতি নিষ্ঠার পরিচায়ক
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান- কাজ, সততা ও মানুষত্ব বজায় রেখে নান্দাইলবাসীর নিরাপত্তায় থানার স্টাফ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।