খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের প্রাতঃ বাজার জামে মসজিদে আজ ১৫ আগষ্ট শুক্রবার বাদ আসর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রাতঃ বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইয়াছিন আহাম্মদ হাছানী সাহেব ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাতঃ বাজার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাসান মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম খন্দকার রিগান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল হোসেন, উপজেলা জাসাসের সদস্য সচিব সৈয়দ মিনহাজুল ইসলাম জাকির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান আশিক, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস উদ্দিন প্রমুখ।