জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবির) মাটিয়ারবন বিওপির অভিযানে বিপুল পরিমান ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে সীমান্ত এলাকা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে মাটিয়ারবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি হতে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। তবে বিজিবির অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মোবাইল ফোনের বাংলাদেশি টাকায় আনুমানিক বাজার মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মোবাইল ফোন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।