মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতীয় এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বাবুছড়া-টু-ধনপাতাছড়া মেইন রোডের ধনপাতাছড়া যাত্রী ছাউনি সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় তল্লাশি চালান। এসময় একটি সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করলে ১৭ বছর বয়সী বাসুদেব চাকমা নামে এক কিশোরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনাকোটি জেলার রইসা বাড়ি থানার তুই চাকমা (লস্কর পাড়া) গ্রামের বাসিন্দা বলে স্বীকার করে। তবে বাংলাদেশে প্রবেশের বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেনি সে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, আটককৃত কিশোরকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনাটির পর থেকে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।