রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন এর উজান বইলর গ্রামে বিজ্ঞ ত্রিশাল সিনিয়র সহকারী জজ আদালত আদেশ কর্তৃক বাদী মোঃ হুমায়ুন কবির গং পিতাঃ সেকান্দর আলী ৩৬৯/২০২৩ অন্য প্রকার মোকদ্দমা ডিগ্রী প্রাপ্ত হয়ে দীর্ঘ ২৫ বছর পর নিজ জমি ফিরে পান। এতে মামলার পিছনে যেমন অর্থ ব্যয় করতে হয়েছে ঠিক তেমন হুমকির শিকার হতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে।
বিবাদীরা হলেন- (১) দুলাল উদ্দিন (২)রিয়াজ উদ্দিন (৩)তাইজুদ্দিন গং দীর্ঘ ২৫ বছর যাবৎ জোর পূর্বক এই জমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমান বিবাদীপক্ষ ধান চাষাবাদ করে ভোগ দখলে আছেন।
বাদীগণ নিজ ২২ শতক ভূমি আজ ১৭ আগস্ট বিজ্ঞ ত্রিশাল সিনিয়র সহকারী জজ আদেশ কর্তৃক প্রশাসন ও এলাকাবাসী উপস্থিত সহযোগিতায় উক্ত জমির চারিধারে পিলার ও বাঁশের ভেড়া এবং দখলকৃত সাইনবোর্ড ও লাল পতাকায় নিশান টাঙ্গিয়ে নিজ ভূমি বুঝে নেন।
বাদীপক্ষ বক্তব্য অনুসারে তাদেকে বিবাদীগণ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। উক্ত জমির হালদাগ ২৪৩১ দাগের বিবাদীগণ রেজিস্ট্রিকৃত দলিলে দাগ নাম্বার দেখা যায় ভিন্ন।
বিবাদী পক্ষের আব্দুল মজিদ এর ছেলে মোঃ মাহদী হাসান এর সাথে কথা বললে তিনি জানান, উক্ত জমি মফিজ উদ্দিন আমাদের কে এয়াজ বদল করে এই জায়গাটুকু দেন এখন দাগ উল্টা হয়েছে কিনা তা আমরা জানিনা।
উক্ত জমি নিয়ে বাদীপক্ষ বিভিন্ন প্রকার হামলার শিকার হন বিভিন্ন ভাবে। এলাকাবাসীর পক্ষ থেকে একজন জানান মফিজ উদ্দিন ও দুলু মিয়া এরা জোর পূর্বক উক্ত জায়গা ভোগ দখলে বিদ্যমান ছিলেন আগামীদিনে যাতে কোন প্রকার হামলার শিকার না হন তাই ত্রিশাল উপজেলার অত্র মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের কাছে সু-দৃষ্টি রাখার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন অত্র মামলার বাদী-বিবাদী পক্ষের লোকজন সহ সাধারণ এলাকাবাসীর উপস্থিতি।