নিজস্ব প্রতিনিধি:
ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে জুলাই আন্দোলনকালে যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন। রোববার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।
সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনে উল্লেখ করেন, তদন্তে প্রমাণ মিলেছে যে নাসির উদ্দিন সাথী তার মিডিয়া প্রতিষ্ঠানের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলিবর্ষণ করলে আসাদুল হক বাবু নিহত হন।
আবেদনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মদদে নাসির উদ্দিন সাথী সাংবাদিকতার পেশায় গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও দলীয় ও ব্যক্তিগত স্বার্থে সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী মতকে দমন করেছেন। তদন্তে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তার রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
গতকাল রোববার গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল নাসির উদ্দিন সাথীকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে। আদালত প্রাথমিকভাবে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।