১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় অবৈধ বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে রাজেন্দ্র ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের মিলনপুর (আমবাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানকালে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় জরিমানা আদায়ের পাশাপাশি বালি উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয়।

এ সময় ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “অবৈধভাবে বালি উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top