মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌরসভার মাদক প্রবণ এলাকা কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (২০ আগস্ট) বুধবার ভোর ৫টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ টিমের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে সেনাবাহিনী, RAB, পুলিশ, কাস্টমস এর সমন্বয়ে ট্রান্সপোর্ট স্টিম গঠন করে গোমস্তাপুর থানাধীন রহনপুর কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে ৮ জন মাদক বিক্রেতাকে আটক করেছে যৌথবাহিনী।
আটকৃতরা হল (১) আছমা বেগম (৫৫), স্বামী-মৃত আব্দুর রাজ্জাক, (২) তানু (৪৫), পিতা-আব্দুর রাজ্জাক, (৩) চিড়ল (৫০) স্বামী-একরামুল, (৪) বিজলি (৫০), স্বামী-তাজু, (৫) বুধি (৫০), স্বামী-মৃত ইসলাম, সর্ব সাং-নুনগোলা কেডিসি পাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। এরা প্রত্যেকে নিয়মিত মামলার আসামি। অপরদিকে মোবাইল কোর্ট মামলার আসামি (১) আরিফ (২৯), পিতা-খোশ মোহাম্মদ, সাং নুনগোলা কেডিসি পাড়া, (২) কাদির (৪৫), পিতা-মৃত মুজিবুর রহমান, সাং-বাঙ্গাবাড়ি, (৩) মরু (৪০) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-নুনগোলা কেডিসি পাড়া, সর্ব থানা- গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
আটককৃতদের কাছ থেকে ইয়াবা-৮৪০ পিস, হেরোইন -১৪০ গ্রাম, হেরোইন পুরিয়া-৪৬৯টি, গাঁজা-১.৩০০ কেজি, চোলাই মদ ১৯ লিটার, মাদক বিক্রিত নগদ -৫৬,১৭৫/- টাকা, হেরোইন পরিমাপক মেশিন-৩টি, মোবাইল সেট-১টি উদ্ধার করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল জানান, আটককৃত ৮ জন আসামির মধ্যে ৫জনের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলার রুজু করা হবে। আর অপর তিনজনের মধ্যে দুজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        