২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ফটিকছড়ির কাঞ্চননগরে কিশোর মাহিনকে পিটিয়ে হত্যা, আহত ২

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। এতে প্রাণ হারিয়েছে মো. রিহান উদ্দিন প্রকাশ মাহিন (১৫) নামের এক কিশোর। এ ঘটনায় তার দুই সমবয়সী বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট) ভোরে, স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায়। নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ ভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের উপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফটিকছড়ি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। মাত্র সন্দেহের বশে তাদের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। তারা সুস্থ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, “ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় আরেকটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে আশ্রয় নেয়। পরে তাদের ধরে পিটানো হয়। এতে মাহিন নিহত হয় এবং আরও দুইজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। আটক দুই যুবক থানায় রয়েছে।”

এই ঘটনায় এলাকায় গভীর শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top