২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী, কাজীপাড়া, সৈয়দপুর এবং মোঃ ফজলে রাব্বী (২০), পিতা- মোঃ আঃ রশিদ, বানিয়া পাড়া, চাপল, সৈয়দপুর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় পলাশের দেহ তল্লাশি করে ১০০ পিস এবং ফজলে রাব্বীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ঘটনার পর সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৩১, জিআর-১৮০/২০২৫, তাং-২৮/০৮/২০২৫) রুজু করা হয়েছে।

পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানান, “মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top