৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করলো পুলিশ

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ২৮ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজুর চৌমুহনী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় সন্ধ্যার সময় একদল লোক অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে আসছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্র উদ্ধারের পাশাপশি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উদ্ধার করা অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top