নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের গাড়ি দুর্নীতির মাধ্যমে অর্জিত কিনা, তা অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ গত ২৮ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন। তারা আগামী ৩০ দিনের মধ্যে অনুসন্ধান শুরুর অনুরোধ জানান।
আবেদনে তারা উল্লেখ করেন, মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়িটি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে কিনা, সেটি দেখা দুদকের এখতিয়ারভুক্ত বিষয়। এ কারণে তারা দ্রুত অনুসন্ধান শুরু ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
এ আবেদনের পেছনে উদ্দেশ্য হলো, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন। ২৪ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে গাজীপুরের পুলিশ কমিশনারের প্রটোকলের জন্য উড়ালসড়ক ফাঁকা রাখার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, এই প্রটোকলের কারণে সাধারণ যানজটে পড়েন যাত্রী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এছাড়া তার ব্যবহৃত গাড়িটি সরকারি নাকি ব্যক্তিগত, তা পরিষ্কার না হওয়ায়ও প্রশ্ন ওঠে। গাড়িতে রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ নম্বর না থাকায় এ সন্দেহ আরও গভীর হয়।
আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ গণমাধ্যমকে জানান, জনস্বার্থেই দুদকের কাছে এই আবেদন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট জিএমপি কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।