নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নিজেদের বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চায় না। তবে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ পিআর ব্যবস্থার পক্ষে রয়েছেন। জনগণ যদি শেষ পর্যন্ত এ ব্যবস্থার বিপক্ষে মত দেয়, জামায়াতও সেই অবস্থান মেনে নেবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে “জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা চাই জনগণের রায়ের প্রতিফলন ঘটুক। গণভোটে যদি মানুষ পিআর ব্যবস্থার বিপক্ষে যায়, সেটি আমরা মেনে নেব।”
তিনি অভিযোগ করেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের প্রসঙ্গ উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে। একই সঙ্গে রাজনৈতিক চাপের কারণে নির্বাচন কমিশনও অনেক সময় নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়। তার মতে, পিআর ব্যবস্থা চালু হলে জনগণের ভোট আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে এবং একচেটিয়া ক্ষমতার সুযোগ কমবে।
জামায়াত নেতা আরও বলেন, “রাজনীতিকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে সংস্কার অপরিহার্য। জনগণ যা চাইবে, জামায়াত তাই মেনে নেবে।”