৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন- রুহুল কবির রিজভী

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের এসপি ব্রিজ সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রুহুল কবির রিজভী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top