শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং দায়িত্বশীলদের প্রতি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রেখে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমীন ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, ইদ্রিস আলম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মোসলেম আলী, ডা. শহিদুল ইসলাম, মাওলানা আ: হামিদ ও মাওলানা রমজান আলী প্রমুখ।
বক্তারা সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।