৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের ওপর সাইবার হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সাইবার হামলার শিকার হচ্ছেন। ইতোমধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামীমসহ অনেকের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ডিজঅ্যাবল করে দেওয়া হয়েছে। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাও একই ধরনের হামলার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন।

এ বিষয়ে মুখ খুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “কাল রাত থেকে আমার আইডিতে প্রচুর রিপোর্ট করা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, প্রতিপক্ষ মনে করা প্রার্থীদের আইডি টার্গেট করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছিল। এখন পুরো আইডিই বন্ধ করার চেষ্টা চলছে। এসব কারা করছে এবং কেন করছে, তা আমরা সবাই জানি।”

উমামা ফাতেমা অভিযোগকারীদের উদ্দেশে বলেন, “আপনারা নেতৃত্বে এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা কেমন থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মত প্রকাশ করবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। সচেতন শিক্ষার্থীরা জানে, এভাবে অনৈতিক কাজ করে ভোটে জয়লাভ করা সম্ভব নয়।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top