নিজস্ব প্রতিনিধি:
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, তবে এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।
মঙ্গলবার সকাল নয়টার কিছু আগে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। সেই সময় সেখানে ঢুকে পড়েন আবিদুল।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। তিনি বলেন, “আমি তখন জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে দেখছি।” পরে তিনি জগন্নাথ হল কেন্দ্রে গিয়ে জানান, আর কাউকে ভেতরে দেখা যায়নি এবং ভবিষ্যতে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে আবিদুল অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য কোনো কার্ডের ব্যবস্থা করেনি। ফলে তিনি মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। তবে কিছুক্ষণ পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কাছে শামসুন নাহার হল ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়, যেখানে বেশ কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।
শুধু আবিদুলই নন, ছাত্রদল সমর্থিত প্যানেলের একাধিক কর্মীকেও লিফলেট বিতরণ করতে দেখা গেছে। তারা জানান, ব্যালট নম্বর মনে রাখার সুবিধার জন্য শিক্ষার্থীদের হাতে লিফলেট দেওয়া হচ্ছে।