১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি যোগ দিতে না পারলেও তিনি মুঠোফোনে একটি বার্তা পাঠান, যা সভায় পড়ে শোনানো হয়।

প্রধান উপদেষ্টা তার বার্তায় স্পষ্ট নির্দেশ দেন যে, ডাকসু নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, পুরো জাতি এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত নীতিনির্ধারকরা জানান, প্রধান উপদেষ্টার বার্তা বৈঠকের পরিবেশে বিশেষ তাৎপর্য যুক্ত করেছে। সভার শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও একটি দিকনির্দেশক হিসেবে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

এছাড়া বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top