৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যোগ্য প্রার্থীকেই শিক্ষার্থীরা নেতৃত্বে নিয়ে আসবেন: আবু বাকের মজুমদার

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আশাবাদী বার্তা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবেন, তা প্রার্থীদের মেনে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, যোগ্য প্রার্থীকেই শিক্ষার্থীরা নেতৃত্বে নিয়ে আসবেন।

আবু বাকের জানান, ভোটের প্রচার শুরুর পর থেকে তারা আনন্দঘন পরিবেশ উপভোগ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে ভোটের প্রতি আগ্রহ রয়েছে এবং তারা উৎসাহের সঙ্গে ভোট দিতে আসছেন। তার ভাষায়, শিক্ষার্থীরা যে রায় দেবে, সেটিই চূড়ান্ত হবে, এর বাইরে অন্য কিছু হওয়ার সুযোগ নেই।

এবারের নির্বাচনে ডাকসুর ইতিহাসে সর্বাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। একইসঙ্গে ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৩৫ প্রার্থী। ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরাও আলাদা প্যানেল গঠন করেছে।

ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দিতে পারবেন।

ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শন করা হবে। এরপর সিনেট ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড, বোম্ব এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, গোয়েন্দা পুলিশ, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স এবং সিসিটিভি মনিটরিং সেল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top