নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।
সকাল ৮টার কিছু পর তিনি এজিএস পদপ্রার্থী মুহা. মহিউদ্দিন খাঁনকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ভোট শুরুর পর থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভিড় এড়াতে এবং দ্রুত ভোট দিতে অনেকে সকাল সকালই কেন্দ্রে পৌঁছে যান।
এবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার তালিকায় আছেন। তারা ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব বেছে নেবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টার দিকেই প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রথমবারের মতো হলের বাইরে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য। উপাচার্য শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
এই নির্বাচনে প্রতিটি ভোটার মোট ৪১টি ভোট দিচ্ছেন। এর মধ্যে ডাকসুর ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদ রয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ এখন চরমে পৌঁছেছে। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।