নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিং চলাকালে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, বিএনপিপন্থী শিক্ষকদের সামনেই ক্ষুব্ধ ভঙ্গিতে উপাচার্যের প্রতি কঠোর ভাষায় সমালোচনা করছেন গণেশ চন্দ্র সাহা। এসময় তিনি টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। উপস্থিত কয়েকজন শিক্ষার্থী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে গণেশকে বলতে শোনা যায়, “আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” বক্তব্যের সময় উত্তেজিত হয়ে তিনি টেবিল চাপড়াতে থাকেন।
পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে শান্ত করেন। অন্যদিকে উপাচার্য গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ঢাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ আরও অনেকে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ শিষ্টাচারবহির্ভূত আচরণ হিসেবে সমালোচনা করেছেন। ফেসবুকে জাহাঙ্গীর নামে এক ব্যবহারকারী লিখেছেন, “ওদের মতো নেতাদের জন্যই আজকের এই অবস্থা।” অন্যদিকে আরশাদ চৌধুরী মন্তব্য করেছেন, “একজন ভিসির সঙ্গে কীভাবে কথা বলতে হয়, এখনো শিক্ষা নেয়নি তারা।”