নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের ঢাবিতে প্রবেশের অধিকার নেই, কারণ তিনি এই বিশ্ববিদ্যালয়ের কেউ নন।
গত বছরের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এই ছাত্রনেতা অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের প্রবেশ দেশবাসীর কাছে ভিন্ন বার্তা দেয়। তিনি কীভাবে ঢুকলেন, সে প্রশ্নের জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে।
মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে কার্জন হল কেন্দ্রের সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাকের অভিযোগ করেন, বিভিন্ন হলে পোলিং অফিসারদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং হঠাৎ করে এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে ভেতরে কী ঘটছে, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের চারপাশে জড়ো করা হয়েছে এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। নির্বাচনে অনিয়ম বা কারচুপির চেষ্টা হলে শিক্ষার্থীরা সেই ফলাফল মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।