সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধি:
১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, সকাল ০৫.১০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকার এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, এসআই (নিঃ) আনোয়ার হোসেন কিলো- এএসআই (নিঃ) শরীফ হোসেন বাজার- এবং সঙ্গীয় ফোর্সসহ ধোবাউড়া থানাধীন ধাইরপাড়া এলাকার পানির ট্যাংকির পাশ্ববর্তী কলসিন্দুর-ধোবাউড়া পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়
অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ মোট মূল্য আনুমানিক ২,৬৪,০০০/- টাকা) এবং ০২টি প্রাইভেটকার মোট মূল্য আনুমানিক ৩০,০০,০০০/- টাকার মাল জব্দ করা হয়। এসময় নিম্নোক্ত ০৪ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃতরা হলেন ১। আল-আমিন (৩২) ২। রুবেল (৩৪) ৩। মোঃ সাইফুল (২২) ৪। মোঃ হাবিবুল ইসলাম (৩৫) জব্দকৃত আলামতের সর্বমোট মূল্য আনুমানিক ৩২,৬৪,০০০/- (বত্রিশ লক্ষ চৌষট্টি হাজার) টাকা।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।