নিজস্ব প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোট শেষে এখন চলছে গণনার কাজ।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ফলাফল পেতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, “ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। তাই ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
ভোট গণনার জন্য প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত দেড় হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। ছাত্রদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার ছিলেন জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন। ছাত্রীদের হলে সবচেয়ে বেশি ভোটার ছিলেন তারামন বিবি হলে ৯৮৩ জন এবং রোকেয়া হলে ৯৫৬ জন।
এবারের নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট ৮টি প্যানেল নির্বাচনে অংশ নেয়।
তবে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। পরে সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দেন।