২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব

নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে এখনও চারটি হলে ভোট গণনা চলছে।

এদিন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি।”

মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে—এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্ন দল কেন হবে? আপনি যদি আমার মতোই হতেন তাহলে তো আমার দলেই থাকতেন। তাই রাজনৈতিক দলে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। তবে আমরা আবারও স্পষ্ট করছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।”

তিনি আরও বলেন, কেউ যদি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করে তবে তা সফল হবে না।

আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রেসসচিব বলেন, “এটি এমন একটি নির্বাচন যা ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top