নিজস্ব প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ গণনা শুরু হয়।
এর আগে বিকেল ৫টার পর হঠাৎ ভোট গণনা বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা অবশিষ্ট ভোট গণনা শুরুর নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম জানিয়েছেন, আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলবে, তবে এবার ভোট গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।
জানা গেছে, জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোট গ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্রত্যাশা, আজ শুক্রবার রাত ১০টার পরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।