১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা

নিজস্ব প্রতিনিধি:

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যে কোনো শক্তি যদি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে “Are We Prepared for the Bangladesh Elections?” শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে জামায়াতে ইসলামী দলের প্রসঙ্গ উল্লেখ করে শ্রিংলা বলেন, “একটি চিতা তার দাগ বদলায় না—তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না।”

তিনি আরও বলেন, “যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি কেউ ভারতের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তবে আমাদের সজাগ থাকতে হবে।”

উল্লেখ্য, হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে গভীর অভিজ্ঞতা রয়েছে তার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top