নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর উপজেলায় আনিসুর রহমান (৩২) হত্যার ঘটনায় একদিন পর এজাহারনামীয় একমাত্র আসামি ভাগ্নে সৌরভ হাসান রুদ্রকে (২২) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, টহল পুলিশ সন্দেহজনক আচরণের কারণে সৌরভকে ঢাকা মেইল ট্রেন থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ ও পিসিপিআর যাচাইয়ের পর জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আনিসুর রহমান জয়দেবপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ার আলি নেওয়াজের ছেলে। গ্রেফতারকৃত সৌরভ হাসান রুদ্র ভবানীপুর পূর্বপাড়ার রোকনুজ্জামানের ছেলে।
জানা যায়, সম্প্রতি আনিসুরের বোন ও ভগ্নিপতি চিকিৎসার জন্য ভারতে যান এবং তাদের ছেলে সৌরভকে মামার বাড়িতে রেখে যান। মাদকাসক্ত সৌরভকে মাদক গ্রহণে বাধা দেওয়া ও শাসন করতেন আনিসুর। এতে ক্ষোভে সৌরভ বুধবার বিকালে ঘুমন্ত অবস্থায় মামাকে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর মারা যান।
জয়দেবপুর থানার ওসি আবদুর রব জানান, সৌরভ নিয়মিত বখাটেপনা ও মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মামার শাসনের প্রতিশোধ নিতেই সে এ হত্যাকাণ্ড ঘটায়।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        