নিজস্ব প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর গণনা শেষ হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবারের জাকসু নির্বাচনে মোট আটটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে স্বতন্ত্রভাবে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি পদে লড়েন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। এই প্যানেলের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।