মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয় স্তরে গুণী শিক্ষক বাছাই–২০২৫ এ নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হন ফাতেমা পারভীন। আগামী ১৬ সেপ্টেম্বর তিনি রংপুর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য গুণী শিক্ষক বাছাই–২০২৫ কার্যক্রমে নীলফামারীর প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।
২০০৩ সালে প্রাথমিক শিক্ষা বিভাগে যোগদানের মাধ্যমে ফাতেমা পারভীনের শিক্ষকতা জীবনের সূচনা হয়। প্রধান শিক্ষক হিসেবে তাঁর প্রথম কর্মস্থল ছিল সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ২০০৭ সালে তিনি বদলি হয়ে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং এখন পর্যন্ত সেখানেই দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০১৫ সালে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং ২০১৮ সালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন।
ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ফাতেমা পারভীন বর্তমানে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় বসবাস করছেন। শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার জন্য শিক্ষক-সহকর্মীসহ এলাকাবাসীর কাছে তিনি একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।