১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানাধীন ওয়াপদা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি রংপুরগামী হাইওয়ে সংলগ্ন বছিরের মোড় এলাকায় পৌঁছালে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

আটককৃতের নাম মোঃ আনোয়ার হোসেন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির হাতে থাকা একটি মিষ্টির প্যাকেটের ভেতরে মাটির তৈরি দইয়ের সরায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নং-১৩, জিআর-১৯৭/২০২৫, তাং-১৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নীলফামারী জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বলেন, “মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নীলফামারীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top