১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে আদালতের শোকজ

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলমকে শোকজ নোটিশ জারি করেছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক এবং ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় করা এক রিটের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ শোকজ জারি করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) শোকজ নোটিশটি জেলা প্রশাসকের হাতে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, শোকজের বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো অফিসিয়ালি কোনো আদেশ কপি পাননি।

শিক্ষক আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক জানান, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া জোরপূর্বক ভাইস প্রিন্সিপাল ইন-চার্জ (নারী)-এর দায়িত্ব গ্রহণ করেছেন এবং অন্যান্য শিক্ষকদের তাকে অভিনন্দন জানাতে বাধ্য করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পদবি হালনাগাদ করেছেন এবং স্থানীয় পত্রিকায় প্রেস রিলিজ প্রকাশ করেছেন, যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও রেগুলেশনের পরিপন্থি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানে নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়। এর পরপরই দুই শিক্ষক নিজ উদ্যোগে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top