১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাতার ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার সমালোচনা করেছেন। তিনি কাতার ইস্যুতে ইসরাইলকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কাতারকে ঘিরে ইসরাইলকে খুব সতর্ক হতে হবে। হামাসের বিষয়ে পদক্ষেপ নিতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু।”

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ট্রাম্প নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন এবং তাকে ‘চমৎকার মানুষ’ হিসেবে আখ্যা দেন।

দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আরব ও মুসলিম বিশ্ব কাতারের পাশে দাঁড়িয়েছে। রোববার দোহায় আরব ও মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন শুরু হয়। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ‘বর্বর’ ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানায় এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া আইনগত পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, “এই হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।” তিনি আরও অভিযোগ করেন যে ইসরাইল একের পর এক শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে যুদ্ধের পরিধি বাড়িয়ে তুলছে, যা সবার জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top