১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল আরও এক মাস

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমিশনের কার্যক্রম চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠিত হয়। কমিশনকে শুরুতে ছয় মাসের সময়সীমা দেওয়া হয়েছিল, যা শেষ হয় ১৫ আগস্ট। পরে মেয়াদ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এই মেয়াদও শেষ হওয়ায় আরও এক মাস বাড়ানো হলো।

কমিশনের মূল দায়িত্ব হলো ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণ করা। কমিশনের সহ-সভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশন তার কাজ শুরু করে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশি কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা করছে এবং রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top