১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হই, জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না, বরং এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দুর্গোৎসব উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। এই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখবে না এবং সব ধর্মের সমান মর্যাদা নিশ্চিত করবে।

ধর্মীয় উৎসব সবার জন্য উন্মুক্ত রাখার গুরুত্ব উল্লেখ করে ড. ইউনূস বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্ত পরিবেশে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে স্বাধীনভাবে উদ্‌যাপন করা যাবে এবং সরকার কারও প্রতি বৈষম্য করবে না।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

সনাতন ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারেরও বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং সারাদেশে পূজার প্রস্তুতি পুরোদমে চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top