১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে নীলফামারী সদরের দোনদরী সর্দারপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান চালায়। নারী পুলিশের সহায়তায় তল্লাশির সময় লিপি বেগমের কোমরে গোজা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অপর আসামি মোঃ হানিফের পাঞ্জাবীর ডান পকেট থেকে আরও ১৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সর্বমোট ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোছাঃ লিপি বেগম (৩০), স্বামী মোঃ হানিফ, দোনদরী সর্দারপাড়া, দুহলী, নীলফামারী। মোঃ হানিফ (৪২), পিতা-মৃত হেলাল, ফকিরপাড়া, বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট।

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নীলফামারী থানায় মামলা নং-১৯, জিআর-২৮৪/২০২৫, তারিখ- ১৫/০৯/২০২৫ খ্রিঃ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশের কর্মকর্তা আরও জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top