মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের পেঁয়াজ বাজার স্থিতিশীল রাখতে সকল আমদানিকারকের জন্য ইম্পোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করার দাবি জানিয়েছে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. একরামুল হক ও সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ। তবে সাম্প্রতিক সময়ে দেশে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিসরে কিছু আমদানিকারককে ৩০ থেকে ৫০ মেট্রিক টন হারে আইপি প্রদান করে। পরে কৃষকদের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে আইপি প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বর্তমানে শতাধিক আমদানিকারকের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়। তবে এই সুযোগে কয়েকজন ব্যবসায়ী হাইকোর্টে রিট করে এককভাবে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি আদেশ সংগ্রহ করেছেন বলে অভিযোগ করে সংগঠনটি।
নেতৃবৃন্দের আশঙ্কা, যদি গুটি কয়েক ব্যবসায়ী বিপুল পরিমাণ আইপি হাতে পান, তবে তারা সিন্ডিকেট গঠন করে বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। এতে বাজারে অস্থিরতা সৃষ্টি হবে এবং সরকারের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়বে।
সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানানো হয়— সকল আমদানিকারকের জন্য সমান সুযোগ রেখে আইপি উন্মুক্ত করতে হবে, যাতে কেউ একচেটিয়া সুবিধা নিতে না পারে এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় থাকে।
সংগঠনের আহ্বান:
সরকার যেন দ্রুত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে এবং ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনা করতে পারে।