শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আগরদাড়ী উপজেলা জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর , উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, মাওলানা আব্দুস সবুর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার ইদ্রিস আলম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা আব্দুল হামিদ মাওলানা আইয়ুব হোসেনসহ সদর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিবৃন্দ।
বৈঠকে সকল ইউনিয়ন শাখার মাসিক রিপোর্ট পর্যালোচনা,আগামী জাতীয় সংসদ নির্বাচন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।