জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি :
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলা শহরে স্থানীয় একটি অভিজাত হোটেলে জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হওয়ায় সাংবাদিক আলহাজ্ব ফিরোজ আহমেদ কে সহযোদ্ধা সাংবাদিকগন ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা শাখার সভাপতি মোল্লা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ফিরোজ আহমেদ এর ৩২ বছরের অধিককাল জাতীয় সাংবাদিক সংস্থার সাথে পথচলার সুদীর্ঘ কালের বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ আকন,সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম কামরুল, নির্বাহী সদস্য সুনিল সরকার ও দপ্তর সম্পাদক এস এম মতিন সহ অন্যান্যরা।
সভাপতি সহ বক্তারা তাদের বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মহাসচিব সহ সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পটুয়াখালী জেলা থেকে মনোনীত হওয়ায় ফিরোজ আহমেদ এর দীর্ঘায়ু সহ সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহ সভাপতি মশিউর রহমান রিপন। এ অনুষ্ঠানে জেলা শাখার কার্য নির্বাহী পরিষদ বর্গ ছাড়াও অন্যান্য শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সাংবাদিক সহযোদ্ধাগন ও উপস্থিত ছিলেন।