১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাজেকে মর্মান্তিক দুর্ঘটনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শিক্ষা সফর শেষে ফেরার পথে পর্যটকবাহী একটি জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম পিংকি, তিনি খুবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের সবাইও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে শিজক ছড়ার হাউজপাড়া মুখ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিংকির মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। প্রথমে হতাহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে গুরুতর আহত চারজনসহ মোট নয়জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top